রাণীনগর স্টেশনে প্রায় ৪ ঘন্টা বিকল থাকার পর ছেড়ে গেল লালমনি এক্সপ্রেস ট্রেন

  • Update Time : ০৯:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / 93

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে প্রায় ৪ ঘন্টা বিকল হয়ে পড়ে থাকার পর রাণীনগর স্টেশন ছেড়ে গেছে লালমনি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাণীনগর স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে রাণীনগর স্টেশন অতিক্রম করার সময় রেলগেটে একটি গরু ট্রেনের নিচে পড়ে। এ সময় ট্রেনটি গরুকে টেনে হিচরে নিয়ে যাওয়ার সময় রেলগেটে ট্রেনের একটি বগির ইয়ার পাইপ (হুজ পাইপ) সহ অন্যান্য যত্রাংশ ভেঙে যায়। ফলে বিকল হয়ে পড়ে লালমনি এক্সপ্রেস ট্রেনটি। এতে চড়ম বিড়ম্বনায় পড়েন ট্রেন যাত্রীরা।

দীর্ঘ প্রায় ৪ ঘন্টায়েও ট্রেনটি ঠিক না হওয়ায় বাধ্য হয়ে নষ্ট বগি ট্রেনের পিছনে নিয়ে ট্রেনটি রাণীনগর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টা থেকে ট্রেনটি রাণীনগর রেলগেটে প্রায় এক ঘন্টা বিকল হয়ে পড়ি ছিল। ওই সময় রাণীনগর-আবাদপুকুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রেলেগেটের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। চড়ম ভোগান্তিতে পড়েন যানবাহন চালকসহ যাত্রীরা। পরে ট্রেনটি পিছনে ব্যাগ দিয়ে রেলগেট ছেড়ে রাণীনগর স্টেশনে নিলে যানজট নিরসন হয়।

রাণীনগর স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, ট্রেনের নিচে গরু পড়ার কারণে একটি বগির হুজ পাইপসহ অন্যান্য যন্ত্রাংশ ভেঙে যায়। এরপর সান্তাহার জংশন থেকে লোক এসে ঠিক না হওয়ায় বাধ্য হয়ে নষ্ট বগিটি ট্রেনের পিছনে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি রাণীনগর স্টেশন ছেড়ে গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীনগর স্টেশনে প্রায় ৪ ঘন্টা বিকল থাকার পর ছেড়ে গেল লালমনি এক্সপ্রেস ট্রেন

Update Time : ০৯:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে প্রায় ৪ ঘন্টা বিকল হয়ে পড়ে থাকার পর রাণীনগর স্টেশন ছেড়ে গেছে লালমনি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাণীনগর স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে রাণীনগর স্টেশন অতিক্রম করার সময় রেলগেটে একটি গরু ট্রেনের নিচে পড়ে। এ সময় ট্রেনটি গরুকে টেনে হিচরে নিয়ে যাওয়ার সময় রেলগেটে ট্রেনের একটি বগির ইয়ার পাইপ (হুজ পাইপ) সহ অন্যান্য যত্রাংশ ভেঙে যায়। ফলে বিকল হয়ে পড়ে লালমনি এক্সপ্রেস ট্রেনটি। এতে চড়ম বিড়ম্বনায় পড়েন ট্রেন যাত্রীরা।

দীর্ঘ প্রায় ৪ ঘন্টায়েও ট্রেনটি ঠিক না হওয়ায় বাধ্য হয়ে নষ্ট বগি ট্রেনের পিছনে নিয়ে ট্রেনটি রাণীনগর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টা থেকে ট্রেনটি রাণীনগর রেলগেটে প্রায় এক ঘন্টা বিকল হয়ে পড়ি ছিল। ওই সময় রাণীনগর-আবাদপুকুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রেলেগেটের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। চড়ম ভোগান্তিতে পড়েন যানবাহন চালকসহ যাত্রীরা। পরে ট্রেনটি পিছনে ব্যাগ দিয়ে রেলগেট ছেড়ে রাণীনগর স্টেশনে নিলে যানজট নিরসন হয়।

রাণীনগর স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, ট্রেনের নিচে গরু পড়ার কারণে একটি বগির হুজ পাইপসহ অন্যান্য যন্ত্রাংশ ভেঙে যায়। এরপর সান্তাহার জংশন থেকে লোক এসে ঠিক না হওয়ায় বাধ্য হয়ে নষ্ট বগিটি ট্রেনের পিছনে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি রাণীনগর স্টেশন ছেড়ে গেছে।