কুমিল্লায় অবরোধ চলাকালে ট্রাক ভাঙচুর, আটক ১

  • Update Time : ০৩:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / 178

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা:

অবরোধ চলাকালে কুমিল্লা সদর দক্ষিণে কয়েকটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে উপজেলার মোস্তফাপুর ও জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। মহাসড়কে চলাচলরত মালবাহী কয়েকটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে হামলাকারীরা লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর চালান ও একটি লরির চাবি কেড়ে নেয়।

এ সময় সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি কুমিল্লা কোতয়ালী জগন্নাথপুর ইউনিয়নের হরিপুর এলাকার মৃত শহিদুল হকের ছেলে আতিক (৩৫)।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে মোস্তফাপুরের আশপাশের এলাকায় জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। পরে তাঁরা ওই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত কয়েকটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে হামলাকারীরা লাঠি দিয়ে ট্রাকে ভাঙচুর চালান।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপির প্রায় ২০০ থেকে ৩০০ নেতাকর্মী মোটরসাইকেল করে পিকেটিং করতে আসে। আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গেলে সবাই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। একজনকে আটক করতে সক্ষম হই।

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় অবরোধ চলাকালে ট্রাক ভাঙচুর, আটক ১

Update Time : ০৩:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা:

অবরোধ চলাকালে কুমিল্লা সদর দক্ষিণে কয়েকটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে উপজেলার মোস্তফাপুর ও জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। মহাসড়কে চলাচলরত মালবাহী কয়েকটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে হামলাকারীরা লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর চালান ও একটি লরির চাবি কেড়ে নেয়।

এ সময় সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি কুমিল্লা কোতয়ালী জগন্নাথপুর ইউনিয়নের হরিপুর এলাকার মৃত শহিদুল হকের ছেলে আতিক (৩৫)।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে মোস্তফাপুরের আশপাশের এলাকায় জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। পরে তাঁরা ওই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত কয়েকটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে হামলাকারীরা লাঠি দিয়ে ট্রাকে ভাঙচুর চালান।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপির প্রায় ২০০ থেকে ৩০০ নেতাকর্মী মোটরসাইকেল করে পিকেটিং করতে আসে। আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গেলে সবাই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। একজনকে আটক করতে সক্ষম হই।