রাণীশংকৈলে অনুষ্ঠানিকভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন-এমপি
- Update Time : ০৮:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / 146
হুমায়ুন কবির,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)
প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠানিক ভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করেছেন স্থানীয় এমপি হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৯
অক্টোবর) বিকালে উপজেলা কৃষি ভবন কনফারেন্স রুমে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির আওতায়(TR)প্রকল্পের মসজিদ,মন্দির ও রাস্তা সংস্কারের চেক বিতরণ করা হয়। উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়সহ মোট ৪১ লক্ষ টাকার৭০টি প্রকল্পে মসজিদ,মন্দির ও রাস্তা সংস্কারের নামে বরাদ্দের জন্য এসব টাকা দেওয়া হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের। এছাড়াও পৌর কাউন্সিলর ইসাহাক আলী, পিআইও’র অফিস সহকারী শাহনেওয়াজ,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাংবাদিক নাজমুল হোসেনসহ বরাদ্দকৃত মসজিদ,মন্দিরের সভাপতি-সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গেছে এ উপজেলায় এর আগে কখনও অনুষ্ঠানিকভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করা হয়নি।