রাণীশংকৈলে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু
- Update Time : ০৬:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / 144
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ১৬ অক্টোবর জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের আয়োজনে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এইসাথে ওই চত্বরে কিছু ইঁদুর নিধন করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রাণিসম্পদ বিভাগের ডাঃ শহিদুর রহমান ও কৃষি অফিসার শহিদুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, কৃষক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি ফারুক আহমেদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, খাদ্য কর্মকর্তা ইসকে আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বিশেষ করে খাদ্যশস্যের ক্ষতিতে ইঁদুরের উৎপাত বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এইসাথে তারা সকলকে ইঁদুর নিধনে তৎপর থাকার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।