নাটোরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ৩

  • Update Time : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 248

জেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রহিম আলী (৪৫), কাঁচু আলী (৫০) ও বিদ্যুৎ হোসেন (৩২)। রহিম আলী ঘটনাস্থলেই এবং অপর দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালকসহ ৫ শ্রমিক একটি অটোভ্যানে করে যাওয়ার সময় জোলারবাতা এলাকায় নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অটোভ্যান চালক রহিম আলী (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোভ্যানের ৪ যাত্রী আহত হন।

খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কাঁচু আলী ও বিদ্যুৎ হোসেন নামে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নাটোরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ৩

Update Time : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

জেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রহিম আলী (৪৫), কাঁচু আলী (৫০) ও বিদ্যুৎ হোসেন (৩২)। রহিম আলী ঘটনাস্থলেই এবং অপর দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালকসহ ৫ শ্রমিক একটি অটোভ্যানে করে যাওয়ার সময় জোলারবাতা এলাকায় নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অটোভ্যান চালক রহিম আলী (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোভ্যানের ৪ যাত্রী আহত হন।

খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কাঁচু আলী ও বিদ্যুৎ হোসেন নামে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।