জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ৬

  • Update Time : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / 155

জেলা প্রতিনিধিঃ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দক্ষিণ থানা সংলগ্ন সোনালী ব্যাংক মোড়ে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ৬ জন নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল থেকে ঢাকাগামী রোগী বহনকারী দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এসময় রোগী ও রোগীর স্বজনসহ অ্যাম্বুলেন্সে থাকা সবাই নিহত হন।

অ্যাম্বুলেন্সের পেছনের ৪ জনকে তাৎক্ষনিক উদ্ধার করতে পারলেও র‌্যাকারবিন ব্যবহার করে পরবর্তীতে সামনের দিকের দুইজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এর মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ।

হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম।

Tag :

Please Share This Post in Your Social Media


জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ৬

Update Time : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

জেলা প্রতিনিধিঃ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দক্ষিণ থানা সংলগ্ন সোনালী ব্যাংক মোড়ে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ৬ জন নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল থেকে ঢাকাগামী রোগী বহনকারী দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এসময় রোগী ও রোগীর স্বজনসহ অ্যাম্বুলেন্সে থাকা সবাই নিহত হন।

অ্যাম্বুলেন্সের পেছনের ৪ জনকে তাৎক্ষনিক উদ্ধার করতে পারলেও র‌্যাকারবিন ব্যবহার করে পরবর্তীতে সামনের দিকের দুইজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এর মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ।

হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম।