মতলবে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
- Update Time : ০৬:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / 174
আল-আমিন ভূঁইয়া,মতলব( চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ ও ভাতাবহি বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
মতলব দক্ষিণে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বেদে ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে বিশেষ ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের মাঝে উপবৃত্তি প্রদান কার্যক্রম চালু রয়েছে।
২০২২-২০২৩ অর্থ বছরে বয়স্ক ভাতাভোগীর আওতায় মোট ১১ হাজার ১শত জনকে মাসিক ৫শ টাকা হারে সর্বমোট ৬কোটি ৬৬ লক্ষ টাকা প্রদান করা হয়। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর আওতায় ৫ হাজার ১শত ৬৫ জনকে মাসিক ৫শত টাকা হারে সর্বমোট ৩কোটি ৯লক্ষ ৯০ হাজার টাকা প্রদান করা হয়। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর আওতায় ২হাজার ৮শত ৭ জনকে মাসিক ৮শত ৫০ টাকা হারে মোট ২৮ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার টাকা প্রদান করা হয়। বেদে ভাতার আওতায় ২শত ১৩ জনকে মাসিক ৫শত টাকা হারে মোট ১২ লক্ষ ৭৮ হাজার টাকা প্রদান করা হয়। অনগ্রসর বিশেষ বয়স্ক ভাতা ভোগীর আওতায় ৪৭ জনকে মাসিক ৫শত টাকা হারে মোট ২ লক্ষ ৮২ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও উপজেলায় সক্রিয় ৩২টি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আক্তার, যুবলীগ নেতা গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ বোরহান উদ্দিন। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, সরকারের উদ্দেশ্য আমাদের কল্যাণ মূলক রাষ্ট্রে কেউ পিছিয়ে থাকবে না, সবাই সমানভাবে সমাজকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় রাখতে হবে। কেউ প্রতারণার স্বীকার হবেন না, ভাতা সংক্রান্ত যেকোন বিষয়ে নির্ভুল তথ্য পেতে সরাসরি অফিসে যোগাযোগ করবেন।