নীলফামারীর জলঢাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন ৭জনের জেল

  • Update Time : ০৭:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 224

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বুড়িতিস্তা নদীর ব্রীজ সংলগ্ন ঘাটেরপাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ ব্যক্তিকে সাতদিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু বহন কাজে ব্যবহৃত বালু ভর্তি ট্রলি জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম (৩০), আতাউর রহমান (৩০), রফিকুল ইসলাম (৫৫), আনারুল (২৫), মিলন (২০), মাহবুবার রহমান (৩৫) ও ট্রলির মালিক জাহাঙ্গীর আলম (৪৫)। আটককৃতদের সকলের বাড়ী উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে এবং ড্রাইভার ও গাড়ীর মালিকের বাড়ী পার্শ্ববর্তী ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী এলাকায়। স্থানীয়রা জানায়, উপজেলার গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকায় ব্রীজের নিচ বুড়িতিস্তা নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। আটককৃত ট্রলির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর জলঢাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন ৭জনের জেল

Update Time : ০৭:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বুড়িতিস্তা নদীর ব্রীজ সংলগ্ন ঘাটেরপাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ ব্যক্তিকে সাতদিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু বহন কাজে ব্যবহৃত বালু ভর্তি ট্রলি জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম (৩০), আতাউর রহমান (৩০), রফিকুল ইসলাম (৫৫), আনারুল (২৫), মিলন (২০), মাহবুবার রহমান (৩৫) ও ট্রলির মালিক জাহাঙ্গীর আলম (৪৫)। আটককৃতদের সকলের বাড়ী উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে এবং ড্রাইভার ও গাড়ীর মালিকের বাড়ী পার্শ্ববর্তী ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী এলাকায়। স্থানীয়রা জানায়, উপজেলার গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকায় ব্রীজের নিচ বুড়িতিস্তা নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। আটককৃত ট্রলির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে