বটির কোপে শ্রমিক খুন

  • Update Time : ০৮:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 259

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার নামক স্থানে কথা কাটাকাটির জের ধরে প্রকাশ্যে মনির হোসেন (৩৫) নামের এক স’মিল শ্রমিককে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত তারই সহযোগী মাঈন উদ্দিন (৩২)।

আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের মাঝে খিলা বাজর নামক স্থানে মহাসড়কের পাশে খবির হোসেনের ভাতের হোটেলে উক্ত ঘটনাটি ঘটে।

নিহত মনির হোসেন এবং খুনী মাইন উদ্দিন দুজনেই উক্ত বাজারের রহমত উল্লাহ’র স’ মিলের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স’ মিলের এই দু শ্রমিক বাজারস্থ খবির হোসেনের ভাতের হোটেলে ভাত খেতে আসে। খাওয়ার মাঝখানে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে মাঈন উদ্দিন হোটেলের বটি নিয়ে মনির হোসেনকে কোপাতে গেলে মনির প্রাণ বাঁচতে মহাসড়কে দৌড়ে আসে। মাঈন উদ্দিন পিছনে দৌড়ে এসে মহাসড়কেই মনির হোসেনের গলায় কোপ দিলে মনির হোসেন সেখানেই লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা গিয়াস উদ্দিন ফিরাতে আসলে মাঈন উদ্দিন তাকেও বটি নিয়ে দৌড়ায়। অবশেষে মাঈন উদ্দিনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয় এবং আটক করে।

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং আসামী মাইনুদ্দীনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত হন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। ঘটনার পরপরই খুনী মাঈনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে স্থানীয়রা তাৎক্ষণিক বিক্ষোভ করলে উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ খুনীর সঠিক বিচারের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media


বটির কোপে শ্রমিক খুন

Update Time : ০৮:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার নামক স্থানে কথা কাটাকাটির জের ধরে প্রকাশ্যে মনির হোসেন (৩৫) নামের এক স’মিল শ্রমিককে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত তারই সহযোগী মাঈন উদ্দিন (৩২)।

আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের মাঝে খিলা বাজর নামক স্থানে মহাসড়কের পাশে খবির হোসেনের ভাতের হোটেলে উক্ত ঘটনাটি ঘটে।

নিহত মনির হোসেন এবং খুনী মাইন উদ্দিন দুজনেই উক্ত বাজারের রহমত উল্লাহ’র স’ মিলের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স’ মিলের এই দু শ্রমিক বাজারস্থ খবির হোসেনের ভাতের হোটেলে ভাত খেতে আসে। খাওয়ার মাঝখানে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে মাঈন উদ্দিন হোটেলের বটি নিয়ে মনির হোসেনকে কোপাতে গেলে মনির প্রাণ বাঁচতে মহাসড়কে দৌড়ে আসে। মাঈন উদ্দিন পিছনে দৌড়ে এসে মহাসড়কেই মনির হোসেনের গলায় কোপ দিলে মনির হোসেন সেখানেই লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা গিয়াস উদ্দিন ফিরাতে আসলে মাঈন উদ্দিন তাকেও বটি নিয়ে দৌড়ায়। অবশেষে মাঈন উদ্দিনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয় এবং আটক করে।

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং আসামী মাইনুদ্দীনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত হন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। ঘটনার পরপরই খুনী মাঈনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে স্থানীয়রা তাৎক্ষণিক বিক্ষোভ করলে উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ খুনীর সঠিক বিচারের আশ্বাস প্রদান করেন।