চাঁদপুরে ট্রাকের ধাক্কায় ৩ রিকশা আরোহী নিহত

  • Update Time : ০১:৪১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • / 233

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী তিন যাত্রী নিহত হয়েছেন। এতে রিকশাচালক আহত হন।

শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার লেবুতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা গ্রামের আব্দুল কাদেরের ছেলে লিটন (৪০), একই এলাকার করিম পাটোয়ারীর ছেলে মাসুদ পাটোয়ারী (৫৫) ও শহরের ঢালীর ঘাট এলাকার রিপন (৩৫)। আহত রিকশাচালকের নাম খোরশেদ।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ও আহত খোরশেদ জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে বাটারিচালিত রিকশাযোগে ফরিদগঞ্জের দিকে যাওয়ার পথে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক রিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তিন যাত্রী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ দুজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি ফরিদগঞ্জ থানা পুলিশ জব্দ করেছে।

Please Share This Post in Your Social Media


চাঁদপুরে ট্রাকের ধাক্কায় ৩ রিকশা আরোহী নিহত

Update Time : ০১:৪১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী তিন যাত্রী নিহত হয়েছেন। এতে রিকশাচালক আহত হন।

শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার লেবুতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা গ্রামের আব্দুল কাদেরের ছেলে লিটন (৪০), একই এলাকার করিম পাটোয়ারীর ছেলে মাসুদ পাটোয়ারী (৫৫) ও শহরের ঢালীর ঘাট এলাকার রিপন (৩৫)। আহত রিকশাচালকের নাম খোরশেদ।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ও আহত খোরশেদ জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে বাটারিচালিত রিকশাযোগে ফরিদগঞ্জের দিকে যাওয়ার পথে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক রিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তিন যাত্রী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ দুজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি ফরিদগঞ্জ থানা পুলিশ জব্দ করেছে।