নিরাপত্তা বেষ্টনী টপকে পদ্মা সেতুতে উৎসুক জনতা

  • Update Time : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / 171

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের দিন পদ্মা সেতুতে চলতে পারবে না কোনো যান। রোববার (২৬ জুন) সকাল ছয়টা থেকে পদ্মা সেতুর ওপর ঘুরবে চাকা।

তবে উদ্বোধনের পরপরই সেতুতে ওঠার জন্য উৎসুক মানুষের ঢল দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, সেতুর পাশে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সেতুতে উঠে পড়ছেন শত শত মানুষ।

আনন্দে দিশাহারা হয়ে জনতা পদ্মার বেষ্টনী টপকে সেতুতে উঠে পড়ে। দলে দলে মানুষ হেঁটে সেতুতে ঘুরে বেড়াতে থাকেন। অবশ্য এ সময় তাদের বাধা দেননি সেতুতে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিয়ম না থাকলেও এর আগেই বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেলকে সেতুতে উঠতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় হেঁটে সেতুতে উঠতে থাকেন মানুষ।

Tag :

Please Share This Post in Your Social Media


নিরাপত্তা বেষ্টনী টপকে পদ্মা সেতুতে উৎসুক জনতা

Update Time : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের দিন পদ্মা সেতুতে চলতে পারবে না কোনো যান। রোববার (২৬ জুন) সকাল ছয়টা থেকে পদ্মা সেতুর ওপর ঘুরবে চাকা।

তবে উদ্বোধনের পরপরই সেতুতে ওঠার জন্য উৎসুক মানুষের ঢল দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, সেতুর পাশে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সেতুতে উঠে পড়ছেন শত শত মানুষ।

আনন্দে দিশাহারা হয়ে জনতা পদ্মার বেষ্টনী টপকে সেতুতে উঠে পড়ে। দলে দলে মানুষ হেঁটে সেতুতে ঘুরে বেড়াতে থাকেন। অবশ্য এ সময় তাদের বাধা দেননি সেতুতে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিয়ম না থাকলেও এর আগেই বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেলকে সেতুতে উঠতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় হেঁটে সেতুতে উঠতে থাকেন মানুষ।