অস্ত্রসহ ফেসবুকে ভাইরাল সেই লিটন গ্রেফতার

  • Update Time : ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / 192

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ অস্ত্র হাতে নানা ভাবে হুমকি-ধামকি দিয়ে ভীতি সৃষ্টির চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া হেলাল উদ্দিন লিটন নামে এক যুবককে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক ও ১ রাউন্ড ১৩ বোর কার্তুজ উদ্ধার করা হয়।

আটক লিটন পেকুয়া সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম গোঁয়াখালী এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।

থানা সূত্র জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে বাঘগুজারা এলাকা থেকে সন্ত্রাসী লিটনকে আটক করে। তার স্বীকারোক্তি মতে, পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া সাকিনে বাঘগুজারা ব্রিজ হইতে পেকুয়া চৌমুহনীগামী পাকা রাস্তায় নুইন্না-মুইন্না ব্রিজের দক্ষিণে গুরা পুলের পশ্চিম পার্শ্বে রাস্তার ঢালে ঝোপের আড়ালে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড ১৩ বোরের কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসী লিটন এলাকার চিহ্নিত অস্ত্রধারী। ইতিপূর্বে অবৈধ অস্ত্রসহ তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাকে নজরে রাখে। তিনি অস্ত্র, মারামারিসহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


অস্ত্রসহ ফেসবুকে ভাইরাল সেই লিটন গ্রেফতার

Update Time : ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ অস্ত্র হাতে নানা ভাবে হুমকি-ধামকি দিয়ে ভীতি সৃষ্টির চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া হেলাল উদ্দিন লিটন নামে এক যুবককে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক ও ১ রাউন্ড ১৩ বোর কার্তুজ উদ্ধার করা হয়।

আটক লিটন পেকুয়া সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম গোঁয়াখালী এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।

থানা সূত্র জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে বাঘগুজারা এলাকা থেকে সন্ত্রাসী লিটনকে আটক করে। তার স্বীকারোক্তি মতে, পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া সাকিনে বাঘগুজারা ব্রিজ হইতে পেকুয়া চৌমুহনীগামী পাকা রাস্তায় নুইন্না-মুইন্না ব্রিজের দক্ষিণে গুরা পুলের পশ্চিম পার্শ্বে রাস্তার ঢালে ঝোপের আড়ালে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড ১৩ বোরের কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসী লিটন এলাকার চিহ্নিত অস্ত্রধারী। ইতিপূর্বে অবৈধ অস্ত্রসহ তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাকে নজরে রাখে। তিনি অস্ত্র, মারামারিসহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।