কুমিল্লায় সাংবাদিক হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- Update Time : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / 225
সোহাইবুল ইসলাম সোহাগ:
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম (২৬) হত্যা মামলার প্রধান আসামি মো.রাজু (৩৫) র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে জেলার বুড়িচং থানায় ভারতীয় সীমান্তে গোলাবাড়ি এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা.মহিউদ্দিন।
র্যাব-১১ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে র্যাব বাধ্য হয়ে পাল্টা গুলি চালাতে থাকে,এক পর্যায়ে রাজু নিহত হয়।
নিহত রাজু (৩৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানায় বিষনুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।