ভাসানচরে পৌঁছালো আরো ১২৮৭ রোহিঙ্গা

  • Update Time : ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • / 187

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে নতুন করে আরো এক হাজার দুই শ’ ৮৭ রোহিঙ্গাকে স্থানান্তরিত করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ১০ম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্দ্বীপ’ ওই রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে নিয়ে আসে।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এক হাজার দুই শ’ ৮৭ রোহিঙ্গা শরণার্থীকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।

এছাড়াও ৬৫ জন কক্সবাজার হতে বেড়াতে এসেছেন ও ৮১ জন ভাসানচর হতে কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারাও একই জাহাজে ফিরে আসেন। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ২০ হাজার নয় শ’ ৪৯ জন।

Please Share This Post in Your Social Media


ভাসানচরে পৌঁছালো আরো ১২৮৭ রোহিঙ্গা

Update Time : ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে নতুন করে আরো এক হাজার দুই শ’ ৮৭ রোহিঙ্গাকে স্থানান্তরিত করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ১০ম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্দ্বীপ’ ওই রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে নিয়ে আসে।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এক হাজার দুই শ’ ৮৭ রোহিঙ্গা শরণার্থীকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।

এছাড়াও ৬৫ জন কক্সবাজার হতে বেড়াতে এসেছেন ও ৮১ জন ভাসানচর হতে কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারাও একই জাহাজে ফিরে আসেন। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ২০ হাজার নয় শ’ ৪৯ জন।