১৩ এপ্রিল রোজা শুরু
- Update Time : ১০:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / 287
নিজস্ব প্রতিবেদক:
মুসলিম ধর্মালম্বীদের অন্যতম ইবাদতের মাস রমজানের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল রোজা শুরু হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা। এদিন থেকে সারাবিশ্বের কোটি কোটি মুসলিম একমাস রোজা পালন করবেন।
আরবি পঞ্জিকা মতে আগামী সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসটিতে সূর্যোদয় থেকে শুরু সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা। এর আগে গত ২১ মার্চ চলতি বছরে রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। এরপর ২১ মার্চ গণমাধ্যমে এ চিঠি পাঠায় ইসলামিক ফাউন্ডেশন।
সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলেও উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন।