জঙ্গি সন্দেহে দিনাজপুরে ৬১ জন আটক

  • Update Time : ০৮:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • / 165

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে জঙ্গি সন্দেহে ৬১ জনকে আটকের খবর পাওয়া গেছ দিনাজপুর সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় পৃথক তিনটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে মোট ৬১ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযান পরিচালনাকারী টিম।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত তিনটি মসজিদে এ অভিযান পারিচালনা করে এটিইউ’র টিম।

এ সময় সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালাহ জামে মসজিদ থেকে ৩০ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন ও বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের বড়ুয়া জামে মসজিদ থেকে ১৪ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঐ তিনটি মসজিদে দু’দিন আগে ঢাকা থেকে তাবলীগ জামাত এসেছিল।

এটিইউ গোপন সূত্রে জানতে পারে, মূলত দিনাজপুরে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতেই তাবলিগ জামাতের নামে তারা এখানে এসেছে। গোপন এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত মসজিদ তিনটিতে অভিযান চালিয়ে তাদেন আটক করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।,তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই–বাছাই শেষে বিস্তারিত জানানো হবে। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


জঙ্গি সন্দেহে দিনাজপুরে ৬১ জন আটক

Update Time : ০৮:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে জঙ্গি সন্দেহে ৬১ জনকে আটকের খবর পাওয়া গেছ দিনাজপুর সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় পৃথক তিনটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে মোট ৬১ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযান পরিচালনাকারী টিম।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত তিনটি মসজিদে এ অভিযান পারিচালনা করে এটিইউ’র টিম।

এ সময় সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালাহ জামে মসজিদ থেকে ৩০ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন ও বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের বড়ুয়া জামে মসজিদ থেকে ১৪ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঐ তিনটি মসজিদে দু’দিন আগে ঢাকা থেকে তাবলীগ জামাত এসেছিল।

এটিইউ গোপন সূত্রে জানতে পারে, মূলত দিনাজপুরে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতেই তাবলিগ জামাতের নামে তারা এখানে এসেছে। গোপন এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত মসজিদ তিনটিতে অভিযান চালিয়ে তাদেন আটক করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।,তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই–বাছাই শেষে বিস্তারিত জানানো হবে। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।