রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২১, শনাক্ত ৭৪৮
- Update Time : ০৩:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / 185
নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১১ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে রংপুর জেলার ছয়জন, দিনাজপুরের পাঁচজন, গাইবান্ধার তিনজন, কুড়িগ্রামের দুজন, ঠাকুরগাঁওয়ের দুজন এবং লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ের একজন করে রয়েছেন। একই সময়ে বিভাগে ২ হাজার ১৪৭টি নমুনা পরীক্ষা করে ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ১৫৭, দিনাজপুরের ১০৯, রংপুরের ১০৬, পঞ্চগড়ের ৯৮, কুড়িগ্রামের ৯০, নীলফামারীর ৮৮, গাইবান্ধার ৬৪ ও লালমনিরহাটের ৩৬ জন রয়েছেন। বিভাগে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৪ শতাংশ।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা শনাক্তের শুরু থেকে শনিবার (১০ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৭৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩২ হাজার ৭১৬ জন শনাক্ত হয়েছেন।
নতুন করে মারা যাওয়া ২১ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৩ জনে। বিভাগে ৩২ হাজার ৭১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।