দিনাজপুর বোর্ডের অধীনে দুই শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

  • Update Time : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 190

দিনাজপুর সংবাদদাতা:

দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় রংপুর জেলার গঙ্গচরা থানার বড়াইবাড়ি কলেজ ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কেউ পাস করেননি। এর মধ্যে বড়াইবাড়ি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনজন ও পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মণ্ডল বলেন, পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে ফলাফল সংক্রান্ত তথ্য জানতে চাইলে তারা ভুল নম্বর বলে ফোনটি রেখে দেন।

জানা গেছে এ বোর্ডের অধীনে এবার ৬৬৭টি কলেজের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে মাত্র ৫৩টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

এইচএসসি জেনারেল পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। করোনা পরিস্থিতির কারণে গত বছর অটোপাস থাকায় শতভাগ পাস ছিল। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৭ হাজার ২৩২ জন আর ছাত্রী ৮ হাজার ১১৭ জন।

স্বাভাবিক সময়ে এপ্রিলে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা শুরু হয় গত ২ ডিসেম্বর; সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ে হয় পরীক্ষা। ২০২১ সালে পরীক্ষা ছাড়া এইচএসসি শিক্ষার্থীদের পরের ধাপে পাঠাতে চায়নি সরকার। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের অপেক্ষায় ৮ মাস পিছিয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা।

Please Share This Post in Your Social Media


দিনাজপুর বোর্ডের অধীনে দুই শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

Update Time : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

দিনাজপুর সংবাদদাতা:

দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় রংপুর জেলার গঙ্গচরা থানার বড়াইবাড়ি কলেজ ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কেউ পাস করেননি। এর মধ্যে বড়াইবাড়ি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনজন ও পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মণ্ডল বলেন, পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে ফলাফল সংক্রান্ত তথ্য জানতে চাইলে তারা ভুল নম্বর বলে ফোনটি রেখে দেন।

জানা গেছে এ বোর্ডের অধীনে এবার ৬৬৭টি কলেজের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে মাত্র ৫৩টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

এইচএসসি জেনারেল পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। করোনা পরিস্থিতির কারণে গত বছর অটোপাস থাকায় শতভাগ পাস ছিল। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৭ হাজার ২৩২ জন আর ছাত্রী ৮ হাজার ১১৭ জন।

স্বাভাবিক সময়ে এপ্রিলে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা শুরু হয় গত ২ ডিসেম্বর; সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ে হয় পরীক্ষা। ২০২১ সালে পরীক্ষা ছাড়া এইচএসসি শিক্ষার্থীদের পরের ধাপে পাঠাতে চায়নি সরকার। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের অপেক্ষায় ৮ মাস পিছিয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা।