শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ডিমলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময়

  • Update Time : ১১:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • / 176

মশিয়ার রহমান, নীলফামারী:

আসন্ন ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও প্রভাব মুক্ত করার লক্ষ্যে নীলফামারীর ডিমলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

উপজেলার ৭ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সাধারণ সদস্য সংরক্ষিত ও সাধারণ সদস্য (মেম্বার) পদে সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন বিষয়ে বিশদ বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আক্তার বানু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান (বিপিএমপিপিএম), রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার জি,এম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা শিক্ষা অফিসার ও রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল মোহাম্মদ আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ভোট গ্রহণে নিয়োগপ্রাপ্ত প্রিজাইটিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।

শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

Tag :

Please Share This Post in Your Social Media


শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ডিমলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময়

Update Time : ১১:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

মশিয়ার রহমান, নীলফামারী:

আসন্ন ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও প্রভাব মুক্ত করার লক্ষ্যে নীলফামারীর ডিমলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

উপজেলার ৭ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সাধারণ সদস্য সংরক্ষিত ও সাধারণ সদস্য (মেম্বার) পদে সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন বিষয়ে বিশদ বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আক্তার বানু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান (বিপিএমপিপিএম), রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার জি,এম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা শিক্ষা অফিসার ও রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল মোহাম্মদ আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ভোট গ্রহণে নিয়োগপ্রাপ্ত প্রিজাইটিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।

শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।