বিরামপুরে জব্দকৃত সাড়ে ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

  • Update Time : ০৫:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • / 173

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তে বিজিবি সদস্যদের দ্বারা বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিকালে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যগুলো মধ্যে ৩৫ হাজার পিস ফেনসিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার পিস এবং ১৩ হাজার পিচ এ্যাম্পল।

এর আগে এ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, ২৯-বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমারসহ আরও অনেকে।

প্রসঙ্গত: বিজিবি কর্তৃক ২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল বলে তারা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media


বিরামপুরে জব্দকৃত সাড়ে ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

Update Time : ০৫:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তে বিজিবি সদস্যদের দ্বারা বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিকালে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যগুলো মধ্যে ৩৫ হাজার পিস ফেনসিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার পিস এবং ১৩ হাজার পিচ এ্যাম্পল।

এর আগে এ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, ২৯-বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমারসহ আরও অনেকে।

প্রসঙ্গত: বিজিবি কর্তৃক ২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল বলে তারা জানান।