বাহরাইনের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট পুনরায় চালু

  • Update Time : ০১:১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / 223

বাহরাইন প্রতিনিধি:

বাহরাইনের সঙ্গে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় ফ্লাইট চালু হওয়ায় অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটিতে দেশে গিয়ে আটকেপড়া প্রবাসীরা ফ্লাইট বন্ধ থাকায় ফেরত আসতে না পেরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আবার অনেকেই দেশে ছুটিতে যাওয়ার জন্যে উদগ্রীব ছিলেন। কিন্তু কোনোভাবেই দেশে যেতে পারছিলেন না। তাদের মুখে এখন হাসি ফুটেছে।

গত ৩ জুন থেকে বাহরাইনসহ বেশকিছু দেশের সঙ্গে বিমান চলাচলে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। এ নিষেধাজ্ঞার ফলে ছুটিতে দেশে যাওয়া বাহরাইন প্রবাসীরা পড়েছিলেন চরম বিপাকে। চাকরি হারানো, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াসহ নানান জটিলতার মধ্যে পড়েছিলেন তারা।

অবশেষে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ) ফ্লাইট সাসপেনশন লিস্ট হতে বাহরাইনের নাম প্রত্যাহার করে গ্রুপ-সি তে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাহরাইন ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচলের আর কোনো বাধা রইল না।

এছাড়া বাহরাইন হতে বাংলাদেশে ভ্রমণকারীদের ক্ষেত্রে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের বদলে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনের অনুমতি দেয়া হয়েছে। তবে ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ (কিউ আর কোড সংবলিত) সার্টিফিকেট প্রদান করতে হবে।

বাংলাদেশ থেকে বাহরাইনে আগত যাত্রীদের ক্ষেত্রেও ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে একইভাবে নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হবে।

এয়ারপোর্টে পৌঁছার পর কোনো ধরনের উপসর্গ দেখা দিলে, সেক্ষেত্রে পরীক্ষাপূর্বক যাত্রীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টারে বা নিজ খরচে হোটেলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন-এ থাকতে হবে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রান্ত শর্ত ও নির্দেশাবলী আগের মতোই বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media


বাহরাইনের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট পুনরায় চালু

Update Time : ০১:১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

বাহরাইন প্রতিনিধি:

বাহরাইনের সঙ্গে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় ফ্লাইট চালু হওয়ায় অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটিতে দেশে গিয়ে আটকেপড়া প্রবাসীরা ফ্লাইট বন্ধ থাকায় ফেরত আসতে না পেরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আবার অনেকেই দেশে ছুটিতে যাওয়ার জন্যে উদগ্রীব ছিলেন। কিন্তু কোনোভাবেই দেশে যেতে পারছিলেন না। তাদের মুখে এখন হাসি ফুটেছে।

গত ৩ জুন থেকে বাহরাইনসহ বেশকিছু দেশের সঙ্গে বিমান চলাচলে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। এ নিষেধাজ্ঞার ফলে ছুটিতে দেশে যাওয়া বাহরাইন প্রবাসীরা পড়েছিলেন চরম বিপাকে। চাকরি হারানো, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াসহ নানান জটিলতার মধ্যে পড়েছিলেন তারা।

অবশেষে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ) ফ্লাইট সাসপেনশন লিস্ট হতে বাহরাইনের নাম প্রত্যাহার করে গ্রুপ-সি তে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাহরাইন ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচলের আর কোনো বাধা রইল না।

এছাড়া বাহরাইন হতে বাংলাদেশে ভ্রমণকারীদের ক্ষেত্রে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের বদলে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনের অনুমতি দেয়া হয়েছে। তবে ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ (কিউ আর কোড সংবলিত) সার্টিফিকেট প্রদান করতে হবে।

বাংলাদেশ থেকে বাহরাইনে আগত যাত্রীদের ক্ষেত্রেও ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে একইভাবে নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হবে।

এয়ারপোর্টে পৌঁছার পর কোনো ধরনের উপসর্গ দেখা দিলে, সেক্ষেত্রে পরীক্ষাপূর্বক যাত্রীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টারে বা নিজ খরচে হোটেলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন-এ থাকতে হবে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রান্ত শর্ত ও নির্দেশাবলী আগের মতোই বহাল থাকবে।