বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক মহামানব: সুজিত রায় নন্দী

  • Update Time : ১০:১৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • / 190

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের অন্যতম অসাম্প্রদায়িক মহামানব।

রবিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, একজন মানুষ-কবি, সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যা-ই হোন না কেন, তিনি যদি বর্ণবাদী কিংবা সাম্প্রদায়িক হন তাহলে কোনক্রমেই তিনি পরিপূর্ণ একজন মানুষ কিংবা প্রকৃত যৌক্তিক কোনও মানুষ হতে পারেন না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে অর্থেও পরিপূর্ণ, যৌক্তিক অনুসরণীয় ও অনুকরণীয় অসাম্প্রদায়িক মহামানব।

May be an image of 1 person, sitting and standing

তিনি বলেন, যত বড় বড় মহান মানুষ ও রাষ্ট্রনায়কের নাম পৃথিবীর ইতিহাসে রয়েছে যেমন- রুজভেল্ট, উইনস্টন চার্চিল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বন্দরনায়েক তাদের সঙ্গে বঙ্গবন্ধুর একটি বড় তফাৎ রয়েছে। সেটি হচ্ছে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র (বাংলাদেশ) সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধু পাকিস্তান চেয়েছিলেন, কিন্তু দ্বিজাতিতত্ত্ব চাননি। তিনি মনেপ্রাণে, কাজেকর্মে ঘৃণা করতেন জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষভেদে রাজনীতি, সমাজনীতি ও সব ধরনের কুসংস্কারকে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী ইত্যাদি জাত-পাত বিদ্বেষের চেয়েও মানস কবি ছিলেন বঙ্গবন্ধু।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, জাতির পিতা দেশ স্বাধীন করে দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ পরিচালনার কারণেই আজকে বিশ্বের রোল মডেল।

বিহারাধ্যক্ষ ধর্মমিত্র মহাথের সভাপতিত্বে বিশেষ প্রার্থনা সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

May be an image of 1 person

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। কিন্তু তারই সুকন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ছিল বাংলাদেশ থেকে দারিদ্র্যতামুক্ত করা। বঙ্গবন্ধুর সোনার বাংলা ছিল ধনী-গরীব কোনও পার্থক্য না রেখে বাংলাদেশের সকল মানুষের যাতে ভাগ্যর পরিবর্তন হয়। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করে যাচ্ছেন।

আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চিত্র নায়ক ফেরদৌস।

Please Share This Post in Your Social Media


বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক মহামানব: সুজিত রায় নন্দী

Update Time : ১০:১৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের অন্যতম অসাম্প্রদায়িক মহামানব।

রবিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, একজন মানুষ-কবি, সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যা-ই হোন না কেন, তিনি যদি বর্ণবাদী কিংবা সাম্প্রদায়িক হন তাহলে কোনক্রমেই তিনি পরিপূর্ণ একজন মানুষ কিংবা প্রকৃত যৌক্তিক কোনও মানুষ হতে পারেন না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে অর্থেও পরিপূর্ণ, যৌক্তিক অনুসরণীয় ও অনুকরণীয় অসাম্প্রদায়িক মহামানব।

May be an image of 1 person, sitting and standing

তিনি বলেন, যত বড় বড় মহান মানুষ ও রাষ্ট্রনায়কের নাম পৃথিবীর ইতিহাসে রয়েছে যেমন- রুজভেল্ট, উইনস্টন চার্চিল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বন্দরনায়েক তাদের সঙ্গে বঙ্গবন্ধুর একটি বড় তফাৎ রয়েছে। সেটি হচ্ছে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র (বাংলাদেশ) সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধু পাকিস্তান চেয়েছিলেন, কিন্তু দ্বিজাতিতত্ত্ব চাননি। তিনি মনেপ্রাণে, কাজেকর্মে ঘৃণা করতেন জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষভেদে রাজনীতি, সমাজনীতি ও সব ধরনের কুসংস্কারকে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী ইত্যাদি জাত-পাত বিদ্বেষের চেয়েও মানস কবি ছিলেন বঙ্গবন্ধু।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, জাতির পিতা দেশ স্বাধীন করে দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ পরিচালনার কারণেই আজকে বিশ্বের রোল মডেল।

বিহারাধ্যক্ষ ধর্মমিত্র মহাথের সভাপতিত্বে বিশেষ প্রার্থনা সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

May be an image of 1 person

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। কিন্তু তারই সুকন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ছিল বাংলাদেশ থেকে দারিদ্র্যতামুক্ত করা। বঙ্গবন্ধুর সোনার বাংলা ছিল ধনী-গরীব কোনও পার্থক্য না রেখে বাংলাদেশের সকল মানুষের যাতে ভাগ্যর পরিবর্তন হয়। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করে যাচ্ছেন।

আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চিত্র নায়ক ফেরদৌস।