ইসলামী আন্দোলনের সহ-প্রশিক্ষণ সম্পাদক হলেন মুফতি মানসুর আহমাদ সাকী
- Update Time : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 160
নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট সংগঠক মুফতি মানসুর আহমাদ সাকী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। একই সাথে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বুধবার (১১ ডিসেম্বর) তাকে এ পদে মনোনীত করা হয়।
মানসুর আহমাদ সাকী চাঁদপুর জেলার মতলের কৃতিসন্তান। তার বাবা চরমোনাই মরহুম পীর মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহঃ) এর খলিফা মাওলানা ফজলুর রহমান (পীর সাহেব বাগীচাপুর)।
মানসুর আহমদ সাকী এর আগে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিডি সমাচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত।
মানবিক নেতা মানসুর আহমাদ সাকী সব সময় হাস্যোজ্জ্বল এবং মিষ্টভাষী, যার মাধ্যমে সহজেই সকলের মন জয় করেন। আদর্শ মানে তার দেশ্রপ্রেম, তার অপোসহীনতা, তার সততা, সবসময় মানুষের কথা ভাবা, মানুষের জন্য অসীম ভালোবাসা।