চীন সফর শেষে দেশে ফিরলেন অনিন্দ্য ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ
- Update Time : ০৮:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / 29
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ
চীনে রাজনৈতিক সফর শেষে আজ যশোরে ফিরলেন বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক-জননেতা অনিন্দ্য ইসলাম অমিত সহ বিএনপি নেতৃবৃন্দ।
বিএনপি সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি)’র প্রতিনিধি দলের সদস্য হয়ে চীনে রাজনৈতিক সফর শেষে আজ(১৯ নভেম্বর) যশোরে ফিরলেন তারা। ৭ থেকে ১৬ই নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হয়। সেখানে ৮টি দেশের প্রতিনিধি দলের সদস্যরা নিজ নিজ দেশের সার্বিক পরিস্থিতি এবং রাষ্ট্রের কল্যাণমূলক নানা পদক্ষেপ নিয়ে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা করেন।
অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি স্মারক ক্রেষ্ট, চায়না চাংশা মিউনিসিপ্যাল গভর্নমেন্টের ভাইস-মেয়র গাও ওয়েনকি’র হাতে তুলে দেওয়া হয়।
জননেতা অনিন্দ্য ইসলাম সহ বিএনপি নেতৃবৃন্দ কে যশোর বিমান বন্দরে স্বাগত জানাতে উপস্থিত হন-
যশোর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক- আনসারুল হক রানা,যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি- মো. রবিউল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক- মো. ফয়সাল,শার্শা উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য-আলহাজ্ব আশরাফুল আলম বাবু, উলাশী ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সদস্য-বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সংগ্রামী আহবায়ক-মো.শহিদ আলী,শার্শা থানা ছাত্রদলের সদস্য সচিব- সবুজ খান সহ যশোর জেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকাল ৩ টায় ইস্টার্ন এয়ারলাইনসে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।