আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মিছিল করবে ছাত্রদল

  • Update Time : ১২:২৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / 21

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের হেনস্তার প্রতিবাদে মিছিল করবে ছাত্রদল।

শনিবার (৯ নভেম্বর) ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল রোববার দুপুর ১টায় প্রতিবাদ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।

বিবৃতিতে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো –
১. বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা।

২. বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

প্রসঙ্গত, ৭ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিদেশের মাটিতে হেনস্তার শিকার হয়েছেন। সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে তিনি হেনস্তার শিকার হন।

Please Share This Post in Your Social Media


আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মিছিল করবে ছাত্রদল

Update Time : ১২:২৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের হেনস্তার প্রতিবাদে মিছিল করবে ছাত্রদল।

শনিবার (৯ নভেম্বর) ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল রোববার দুপুর ১টায় প্রতিবাদ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।

বিবৃতিতে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো –
১. বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা।

২. বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

প্রসঙ্গত, ৭ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিদেশের মাটিতে হেনস্তার শিকার হয়েছেন। সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে তিনি হেনস্তার শিকার হন।