নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিকভাবে কাফফারা দিতে হবে: মিলন

  • Update Time : ০৯:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / 81

নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিকভাবে কাফফারা দিতে হবে বলে মন্তব‌্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৭ আসনে জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

তিনি বলেছেন, সরকার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে সর্বমহলে গ্রহণযোগ্য হতে পারেনি। এবারও যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, অবাধ ও সুষ্ঠু না হয়, তাহলে সরকারকে আন্তর্জাতিকভাবে কাফফারা দিতে হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে পুরান ঢাকার আমলীগোলা, লালবাগ রোড, লালবাগ কেল্লা, চকবাজার, নাজিম উদ্দীন রোড, চানখারপুল, পাকিস্তান মাঠ এবং নাজিরা বাজার এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে হাজী মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, একটি মহল কৌশলে ভোটারদের মাঝে ভীতিসঞ্চার করেছে, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়। কারণ, জনগণের ভোটে নাকি ফলাফল হয় না। সরকার বা প্রশাসন যাকে নির্বাচিত ঘোষণা করবে, সেই জনপ্রতিনিধি হবে। এসবের জন্য আমি বর্তমান সরকারকেই দায়ী করব। এ ধারণা থেকে বের হতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

সুন্দর ও পরিচ্ছন্ন পুরান ঢাকা উপহার দিতে লাঙ্গলে ভোট দেওয়া আহ্বান জানান হাজী মিলন

Tag :

Please Share This Post in Your Social Media


নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিকভাবে কাফফারা দিতে হবে: মিলন

Update Time : ০৯:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিকভাবে কাফফারা দিতে হবে বলে মন্তব‌্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৭ আসনে জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

তিনি বলেছেন, সরকার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে সর্বমহলে গ্রহণযোগ্য হতে পারেনি। এবারও যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, অবাধ ও সুষ্ঠু না হয়, তাহলে সরকারকে আন্তর্জাতিকভাবে কাফফারা দিতে হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে পুরান ঢাকার আমলীগোলা, লালবাগ রোড, লালবাগ কেল্লা, চকবাজার, নাজিম উদ্দীন রোড, চানখারপুল, পাকিস্তান মাঠ এবং নাজিরা বাজার এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে হাজী মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, একটি মহল কৌশলে ভোটারদের মাঝে ভীতিসঞ্চার করেছে, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়। কারণ, জনগণের ভোটে নাকি ফলাফল হয় না। সরকার বা প্রশাসন যাকে নির্বাচিত ঘোষণা করবে, সেই জনপ্রতিনিধি হবে। এসবের জন্য আমি বর্তমান সরকারকেই দায়ী করব। এ ধারণা থেকে বের হতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

সুন্দর ও পরিচ্ছন্ন পুরান ঢাকা উপহার দিতে লাঙ্গলে ভোট দেওয়া আহ্বান জানান হাজী মিলন