দীপাবলির মঙ্গল আলোয় দূর হবে অকল্যাণের আঁধার: সুজিত রায় নন্দী

  • Update Time : ১০:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / 211

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, দীপাবলির মঙ্গল আলোয় দূর হবে অকল্যাণের আঁধার। দীপাবলির এই উৎসব সবার জন্য সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসবে। এই মহানিশিথে ভগবানের বহিরঙ্গা শক্তি, মা দুর্গার বিশেষ রূপ মহাদেবী-মহাকালী অত্যাচারী অসুরদের নিধন করে পৃথিবীতে শান্তি স্থাপন করেন। আর তাই অশুভ শক্তি বিনাশের আনন্দই এই মঙ্গলময় আলোক উৎসব দীপাবলি বা কালীপূজা।

রোববার (১২ নভেম্বর) রাজধানীর রমনা কালী মন্দিরে দীপাবলি বা কালীপূজা উপলক্ষে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল।সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, মন্দির কমিটির সভাপতি উৎপল শাহা ও সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

Please Share This Post in Your Social Media


দীপাবলির মঙ্গল আলোয় দূর হবে অকল্যাণের আঁধার: সুজিত রায় নন্দী

Update Time : ১০:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, দীপাবলির মঙ্গল আলোয় দূর হবে অকল্যাণের আঁধার। দীপাবলির এই উৎসব সবার জন্য সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসবে। এই মহানিশিথে ভগবানের বহিরঙ্গা শক্তি, মা দুর্গার বিশেষ রূপ মহাদেবী-মহাকালী অত্যাচারী অসুরদের নিধন করে পৃথিবীতে শান্তি স্থাপন করেন। আর তাই অশুভ শক্তি বিনাশের আনন্দই এই মঙ্গলময় আলোক উৎসব দীপাবলি বা কালীপূজা।

রোববার (১২ নভেম্বর) রাজধানীর রমনা কালী মন্দিরে দীপাবলি বা কালীপূজা উপলক্ষে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল।সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, মন্দির কমিটির সভাপতি উৎপল শাহা ও সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।