বঙ্গমাতা বাঙ্গালি জাতির প্রেরণার উৎস: হুইপ ইকবালুর রহিম

  • Update Time : ০৪:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / 219

দিনাাজপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাতা ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান এবং কর্মক্ষণ অসহায় ও অস্বচ্ছল মহিলা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে ছায়ার মত অনুসরণ করা বেগম মুজিব জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁকে। বঙ্গমাতা প্রতিটি আন্দোলন-সংগ্রামে পেছনে থেকে বঙ্গবন্ধুকে উৎসাহ ও সাহস যুগিয়েছেন। তিনি যদি বঙ্গবন্ধুর পেছনে না থাকতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতে পারতো। দেশের নারী সমাজকে বঙ্গমাতার আদর্শকে অনুসরন করে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গমাতা বাঙ্গালি জাতির প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসে বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোর্শেদ আলী খাান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ। সঞ্চালনে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিও ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

আলোচনা শেষে ১শ জন কর্মক্ষম অসহায় অসচ্ছল মহিলা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, দিনাাজপুর প্রেস ক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media


বঙ্গমাতা বাঙ্গালি জাতির প্রেরণার উৎস: হুইপ ইকবালুর রহিম

Update Time : ০৪:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

দিনাাজপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাতা ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান এবং কর্মক্ষণ অসহায় ও অস্বচ্ছল মহিলা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে ছায়ার মত অনুসরণ করা বেগম মুজিব জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁকে। বঙ্গমাতা প্রতিটি আন্দোলন-সংগ্রামে পেছনে থেকে বঙ্গবন্ধুকে উৎসাহ ও সাহস যুগিয়েছেন। তিনি যদি বঙ্গবন্ধুর পেছনে না থাকতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতে পারতো। দেশের নারী সমাজকে বঙ্গমাতার আদর্শকে অনুসরন করে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গমাতা বাঙ্গালি জাতির প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসে বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোর্শেদ আলী খাান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ। সঞ্চালনে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিও ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

আলোচনা শেষে ১শ জন কর্মক্ষম অসহায় অসচ্ছল মহিলা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, দিনাাজপুর প্রেস ক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।