ঐক্যবদ্ধ হয়ে রংপুর সিটিতে নৌকাকে বিজয়ী করতে হবে: সুজিত রায় নন্দী

  • Update Time : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / 266

নিজস্ব প্রতিনিধি:

সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

রোববার (১৮ ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৯ নং ওয়ার্ডের মেডিকেল পূর্ব গেইটে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে গণসংযোগকালে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, নগরীর উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দেবে রংপুরের জনগণ।

তিনি বলেন, সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।

আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক বলেন, বিশ্বে যে কয়েক জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই এখন নিরাপদ। শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে নৌকা মার্কা দেওয়া হয়েছে। তাই এই নৌকাকে বিজয় করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, রংপুর নগরীর উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয় করতে হবে। নৌকাকে জেতাতে এখন প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

আহমেদ হোসেন বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বিজয়ের পতাকা সমুন্নত রেখে আমরা জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।’‘আমাদের স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, এটি হচ্ছে আমাদের স্বপ্ন।’

গণসংযোগকালে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক।

রংপুর শহর আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম রাব্বানী বিপ্লবের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুম সহ জেলা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media


ঐক্যবদ্ধ হয়ে রংপুর সিটিতে নৌকাকে বিজয়ী করতে হবে: সুজিত রায় নন্দী

Update Time : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিনিধি:

সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

রোববার (১৮ ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৯ নং ওয়ার্ডের মেডিকেল পূর্ব গেইটে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে গণসংযোগকালে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, নগরীর উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দেবে রংপুরের জনগণ।

তিনি বলেন, সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।

আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক বলেন, বিশ্বে যে কয়েক জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই এখন নিরাপদ। শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে নৌকা মার্কা দেওয়া হয়েছে। তাই এই নৌকাকে বিজয় করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, রংপুর নগরীর উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয় করতে হবে। নৌকাকে জেতাতে এখন প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

আহমেদ হোসেন বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বিজয়ের পতাকা সমুন্নত রেখে আমরা জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।’‘আমাদের স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, এটি হচ্ছে আমাদের স্বপ্ন।’

গণসংযোগকালে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক।

রংপুর শহর আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম রাব্বানী বিপ্লবের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুম সহ জেলা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।