শেখ হাসিনার নির্দেশে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য দিন রাত আ.লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন: সুজিত রায় নন্দী
- Update Time : ০৭:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / 320
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার নির্দেশে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পাশাপাশি দিন রাত আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন: সুজিত রায় নন্দী
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা বাবু সুজিত রায় নন্দী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী এলাকার কন্টেইনার ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য দিন রাত সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।
সোমবার (৬ জুন) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের খোঁজ খবর নেন এবং সকল প্রকার সহযোগীতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ড ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা পাশে দাড়িয়েছেন। তারা দিন রাত কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ খোজ খবর রাখছেন।
সুজিত রায় নন্দী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডাঃ মোঃ মামুন খান ,আবাসিক সার্জন
ডাঃ মোঃ আইয়ুব হোসেন , বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যরাসহ অন্যান্য ডাক্তাররা উপস্থিত ছিলেন।
শনিবার রাত ৯টার দিকে সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ
বলেন, উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। এদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থায় যারা আছেন তাদের চিকিৎসায় ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শও নেওয়া হচ্ছে। এখানে ভর্তি হওয়া রোগীদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বিনামূল্যে।