লকডাউন: দ্বিতীয় দিনেও রাজধানী ফাঁকা

  • Update Time : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / 186

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) সকালে রাজধানী ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা। রাস্তায় সকাল থেকে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়ছে।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ বাস্তবায়নে প্রথম দিনে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পর দ্বিতীয় দিনে সড়কে যানবাহন এবং মানুষের উপস্থিতি আরও কমেছে।

শুক্রবার কাল ১০ টা থেকে রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, সাইবোর্ড এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর অন্যতম প্রধান প্রবেশ পথ যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আরও কম যানবাহন চলাচল করছে এবং মানুষের উপস্থিতিও অনেক কম।

কঠোর লকডাউনের প্রথম দিন থেকে এ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘর থেকে বের হওয়া মানুষকে চেকপোস্টগুলোতে প্রশ্নের মুখোমুখি হতে দেখা যায়।

প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে বিনা কারণে ঘর থেকে বের হওয়া মানুষকে আটক, জরিমানাসহ আইনগত বিভিন্ন ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীতে আটক সম্পর্কে ডিএমপি জানায়, লকডাউনের প্রথম দিনে বিনাকারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সর্বমোট ৪৯৭ জন। এছাড়া বিধিনিষেধ অমান্য করায় আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের পরিচালিত অভিযানে মোট ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে, রেকারিং করা হয়েছে ৭৭টি গাড়ি। আর গাড়িতে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানা করে ট্রাফিক বিভাগ। গাড়ি সংক্রান্ত কারণে মোট ৬ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ২৬ টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

প্রথম দিনে বিভিন্ন এলাকায় ‘বিধি-নিষেধ’ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি, বৃষ্টি এবং ছুটির দিন সব মিলিয়ে মহাসড়ক থেকে আবাসিক এলাকার রাস্তা সব জায়গায় যানবাহন ও মানুষের উপস্থিতি কম।

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা।

Please Share This Post in Your Social Media


লকডাউন: দ্বিতীয় দিনেও রাজধানী ফাঁকা

Update Time : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) সকালে রাজধানী ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা। রাস্তায় সকাল থেকে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়ছে।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ বাস্তবায়নে প্রথম দিনে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পর দ্বিতীয় দিনে সড়কে যানবাহন এবং মানুষের উপস্থিতি আরও কমেছে।

শুক্রবার কাল ১০ টা থেকে রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, সাইবোর্ড এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর অন্যতম প্রধান প্রবেশ পথ যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আরও কম যানবাহন চলাচল করছে এবং মানুষের উপস্থিতিও অনেক কম।

কঠোর লকডাউনের প্রথম দিন থেকে এ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘর থেকে বের হওয়া মানুষকে চেকপোস্টগুলোতে প্রশ্নের মুখোমুখি হতে দেখা যায়।

প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে বিনা কারণে ঘর থেকে বের হওয়া মানুষকে আটক, জরিমানাসহ আইনগত বিভিন্ন ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীতে আটক সম্পর্কে ডিএমপি জানায়, লকডাউনের প্রথম দিনে বিনাকারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সর্বমোট ৪৯৭ জন। এছাড়া বিধিনিষেধ অমান্য করায় আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের পরিচালিত অভিযানে মোট ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে, রেকারিং করা হয়েছে ৭৭টি গাড়ি। আর গাড়িতে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানা করে ট্রাফিক বিভাগ। গাড়ি সংক্রান্ত কারণে মোট ৬ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ২৬ টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

প্রথম দিনে বিভিন্ন এলাকায় ‘বিধি-নিষেধ’ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি, বৃষ্টি এবং ছুটির দিন সব মিলিয়ে মহাসড়ক থেকে আবাসিক এলাকার রাস্তা সব জায়গায় যানবাহন ও মানুষের উপস্থিতি কম।

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা।