৪২তম বিসিএস’র ভাইভার তারিখ ঘোষণা
- Update Time : ০৫:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / 228
আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে ৪২তম বিসিএস (বিশেষ) ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জনের মধ্যে প্রথম দিন ২২০ জন ভাইভায় অংশ গ্রহণ করবেন। এ দিন সকাল ১০টাই থেকে পরীক্ষা শুরু হবে।
বুধবার (০৫ মে) পিএসসি বিজ্ঞপ্তিতে ভাইভার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ভাইভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকার পত্র পাঠানো হবে না। সাক্ষাৎকার পত্রটি পিএসসির কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকার পত্রটি ডাউনলোড করতে পারবেন।
করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।