১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি

  • Update Time : ০৩:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / 44

অন্তর্বর্তী সরকার ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জনিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে এখন বেকারের সংখ্যা ১ কোটি ৮ লাখ। তাদের মধ্যে ২৬ লাখ হলো গ্রাজুয়েট বেকার। আগামী দুই বছরে ৫ লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। গেলো ১০০ দিনে রাজস্বসহ বিভিন্ন খাতে ৮৬ হাজার ২৭৭ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই বছরে ৫ লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়।’

আসিফ মাহমুদ বলেন, ‘কর্মসংস্থানের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে কাজ করবে শিক্ষাথীরা। যেখানে ছেলে-মেয়ে উভয়েই কাজ পাবে। ২ হাজার ১০০ জনের চাকরি হবে। তাদের মধ্যে ২৩১ জন কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে। বাকিদের নিয়োগ শিগগিরই দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media


১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি

Update Time : ০৩:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকার ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জনিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে এখন বেকারের সংখ্যা ১ কোটি ৮ লাখ। তাদের মধ্যে ২৬ লাখ হলো গ্রাজুয়েট বেকার। আগামী দুই বছরে ৫ লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। গেলো ১০০ দিনে রাজস্বসহ বিভিন্ন খাতে ৮৬ হাজার ২৭৭ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই বছরে ৫ লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়।’

আসিফ মাহমুদ বলেন, ‘কর্মসংস্থানের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে কাজ করবে শিক্ষাথীরা। যেখানে ছেলে-মেয়ে উভয়েই কাজ পাবে। ২ হাজার ১০০ জনের চাকরি হবে। তাদের মধ্যে ২৩১ জন কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে। বাকিদের নিয়োগ শিগগিরই দেওয়া হবে।’