রোববার সারা দেশের প্রতিটি পয়েন্ট ছাত্র-জনতার দখলে থাকবে
- Update Time : ১১:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / 27
রোববার ঢাকাসহ সারা দেশের প্রতিটি পয়েন্ট ছাত্র জনতার দখলে থাকবে। ৪ আগস্ট যেমন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে ছাত্রলীগ-যুবলীগকে প্রতিহত করা হয়েছে। তারা যদি আবার মাঠে নামে তবে এবারের পরিণতি তার থেকেও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ।
শনিবার (৯ নভেম্বর) রাত ৯ টায় নোয়াখালীর মাইজদীতে একটি বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা তার দাদার দেশে পালিয়ে গেছে। দিল্লীতে বসে বসে সে ঢাকাকে উসকে দেয়ার চেষ্টা করছে। উসকানি দিয়ে ঢাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার চেষ্টা করছে। দিল্লীতে বসে বসে বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করার যে পাঁয়তারা তা এদেশের ছাত্র-জনতা মেনে নেবে না। ছাত্র-জনতা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে নামার জন্য প্রস্তুত।’
যেখানে সন্ত্রাসীদের দেখা যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে উল্লেখ করে এই সমন্বয়ক সন্ত্রাসীদের প্রতি কোনো সহানুভূতি নয়। ফ্যাসিবাদের প্রতি কোনো সহানুভূতি নয়। তাদের সমর্থনে যারা সুশীল সেজেছেন তাদের প্রতিও কোনো সহানুভূতি নয়। গত ১৬ টি বছর ধরে এদেশের ছাত্র জনতার পর যে নিপীড়ন চালানো হয়েছে তার প্রতিটির হিসেব নেয়া হবে।
এসময় নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমন্বয়করা উপস্থিত ছিলেন।