তত্ত্বাবধায়ক সরকার: পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানি আজ

  • Update Time : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / 15

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর আজ বুধবার (৬ নভেম্বর) পুনরায় হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ৩০ অক্টোবর প্রথম দিনের শুনানির পর এই তারিখ নির্ধারণ করেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে “সুশাসনের জন্য নাগরিক” (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এই রিটটি করেছিলেন। রিটে সংশোধনী স্থগিতের আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর, গত ১৯ আগস্ট হাইকোর্ট সংশ্লিষ্ট রুল জারি করেন এবং কেন সংশোধনীটি সাংবিধানিক সঙ্গতি ভঙ্গ করেছে না তা জানতে চান।

গত ২০ অক্টোবর জারি করা রুল শুনানিতে তুলতে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে উত্থাপন (মেনশন) করে রিট আবেদনকারী পক্ষ।

পরদিন রিটটি আদালতের কার্যতালিকায় তোলা হয়। সেদিন ৩০ অক্টোবর রুল শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। সেই ধারাবাহিকতায় ওই দিন শুনানির পর আজ বুধবার পরবর্তী শুনানির দিন রেখেছিলেন হাইকোর্ট।

এই রুলের সমর্থনে ইন্টারভেনার হিসেবে যুক্ত হতে বিএনপি মহাসচিব ২৮ অক্টোবর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। এছাড়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানও ইন্টারভেনার হিসেবে যুক্ত হওয়ার আবেদন করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


তত্ত্বাবধায়ক সরকার: পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানি আজ

Update Time : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর আজ বুধবার (৬ নভেম্বর) পুনরায় হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ৩০ অক্টোবর প্রথম দিনের শুনানির পর এই তারিখ নির্ধারণ করেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে “সুশাসনের জন্য নাগরিক” (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এই রিটটি করেছিলেন। রিটে সংশোধনী স্থগিতের আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর, গত ১৯ আগস্ট হাইকোর্ট সংশ্লিষ্ট রুল জারি করেন এবং কেন সংশোধনীটি সাংবিধানিক সঙ্গতি ভঙ্গ করেছে না তা জানতে চান।

গত ২০ অক্টোবর জারি করা রুল শুনানিতে তুলতে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে উত্থাপন (মেনশন) করে রিট আবেদনকারী পক্ষ।

পরদিন রিটটি আদালতের কার্যতালিকায় তোলা হয়। সেদিন ৩০ অক্টোবর রুল শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। সেই ধারাবাহিকতায় ওই দিন শুনানির পর আজ বুধবার পরবর্তী শুনানির দিন রেখেছিলেন হাইকোর্ট।

এই রুলের সমর্থনে ইন্টারভেনার হিসেবে যুক্ত হতে বিএনপি মহাসচিব ২৮ অক্টোবর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। এছাড়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানও ইন্টারভেনার হিসেবে যুক্ত হওয়ার আবেদন করেছেন।