শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • Update Time : ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / 34

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে জানা যায়, জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন।

এদিকে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সুর তুলেছেন বর্তমান সরকারের একাধিক উপদেষ্টা।

এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। এর পর থেকে তিনি ভারতে অবস্থান অবস্থান করছেন। মাঝে ব্রিটেন এবং আরব আমিরাতে যাওয়ার গুঞ্জন উঠলেও সেখানে আশ্রয় পাননি।

Tag :

Please Share This Post in Your Social Media


শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Update Time : ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে জানা যায়, জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন।

এদিকে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সুর তুলেছেন বর্তমান সরকারের একাধিক উপদেষ্টা।

এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। এর পর থেকে তিনি ভারতে অবস্থান অবস্থান করছেন। মাঝে ব্রিটেন এবং আরব আমিরাতে যাওয়ার গুঞ্জন উঠলেও সেখানে আশ্রয় পাননি।