১২অক্টোবর ৫২৪তম সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার
- Update Time : ০১:২৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / 101
সুন্দর, সুস্থ, প্রাণবন্ত জীবন পেতে সাওল মেনে চলুন। আগামী ১২অক্টোবর, শনিবার বেলা ১১ টায়, অনুষ্ঠিত হবে ৫২৪তম সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার। আপনাকে সবান্ধব অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ।
#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১
#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২
#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০
পৃথিবীতে যে রোগে সবচেয়ে বেশি মানুষ মারা যায় সে রোগটির নাম হচ্ছে হার্টের রোগ। হার্টের রোগ ভুল খাদ্যাভ্যাস ও জীবনযাপন মেনে চলার ফলে হয়ে থাকে। তাই হার্টের রোগকে বলা হয় লাইফস্টাইল ডিজিস। আনন্দের বিষয় হচ্ছে সঠিকভাবে খাবার ও জীবনযাপন মেনে চললে হার্টের ব্লককে পুরোপুরিভাবে রিভার্স করা সম্ভব হয়।
এর আগে ৫ অক্টোবর, সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ আয়োজন করে ৫২৩তম ‘সাপ্তাহিক ফ্রি সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার।