অশান্তি সৃষ্টিকারী কিশোর গ্যাং নামক সন্ত্রাসীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে: শেখ মো. জয়নাল আবদীন

  • Update Time : ১০:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / 30

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা জয়নাল আবদিন চাঁদপুর ব্যাংককলোনী ১৫ নং ওয়ার্ড নিবাসী গত (২৩ আগস্ট) কিশোর গ্যাং সদস্যদের হাতে নিহত মোহাম্মদ ইব্রাহিম খলিল শাহীনের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে যান। শাহীনকে উদ্ধার করতে যাওয়া জিয়াদুল ইসলাম ফাহিম নামের যে ছেলেটি গুরুতর আহত হয়েছে তার পরিবারের সাথেও কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন,সমাজে অশান্তি সৃষ্টিকারী কিশোর, যুবক বা বৃদ্ধ বলে তাদের কোন পরিচয় নেই তারা সন্ত্রাসী তারা খুনি তাদের বিচার হওয়া উচিত।

একজন নিরীহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাহীনএকজন নির্মাণ শ্রমিক, তাকে এলাকার কিছু বিপথগামী উঠতি বয়সের কিশোর গ্যাং নামক সন্ত্রাসী খুনিরা জনসম্মুখে তার মায়ের সামনে কুপিয়ে হত্যা করা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে । যা কোন ভাবেই একজন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর সুষ্ঠু বিচার দাবি করছি। প্রয়োজনে কিশোর গ্যাং এর মূল হোতা বের করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে কারণ এই ধরনের সন্ত্রাসীরা একদিনে গজিয়ে ওঠেনি তাদের মূল উৎস বের করতে হবে এরা মাদকের সাথেও সম্পৃক্ত । তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে খুনি শান্ত দাস এর সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি নিহত পরিবারের পাশে থাকা এবং তাদের সহযোগিতার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন এবং আহত ফাহিমের সু-চিকিৎসার ব্যাপারেও তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি তাদের ন্যায্য বিচার পাওয়ার ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন।
উক্ত সময় এলাকার শান্তিপ্রিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীনের সহযোগিতা কামনা করছেন।

ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানি, মাহবুব ইমরান মাসুম, বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শরীফ উল্লাহ মজুমদার,যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, মোহাম্মদ সেলিম হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি রাকিব হোসেন। ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মোঃ শরীফ মৃধা সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, মোহাম্মদ আলী ১৩ নং ওয়ার্ডের সভাপতি আলী আক্কাস সেক্রেটারী খোরশেদ আলম , মোঃ ওমর ফারুকসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media


অশান্তি সৃষ্টিকারী কিশোর গ্যাং নামক সন্ত্রাসীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে: শেখ মো. জয়নাল আবদীন

Update Time : ১০:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা জয়নাল আবদিন চাঁদপুর ব্যাংককলোনী ১৫ নং ওয়ার্ড নিবাসী গত (২৩ আগস্ট) কিশোর গ্যাং সদস্যদের হাতে নিহত মোহাম্মদ ইব্রাহিম খলিল শাহীনের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে যান। শাহীনকে উদ্ধার করতে যাওয়া জিয়াদুল ইসলাম ফাহিম নামের যে ছেলেটি গুরুতর আহত হয়েছে তার পরিবারের সাথেও কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন,সমাজে অশান্তি সৃষ্টিকারী কিশোর, যুবক বা বৃদ্ধ বলে তাদের কোন পরিচয় নেই তারা সন্ত্রাসী তারা খুনি তাদের বিচার হওয়া উচিত।

একজন নিরীহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাহীনএকজন নির্মাণ শ্রমিক, তাকে এলাকার কিছু বিপথগামী উঠতি বয়সের কিশোর গ্যাং নামক সন্ত্রাসী খুনিরা জনসম্মুখে তার মায়ের সামনে কুপিয়ে হত্যা করা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে । যা কোন ভাবেই একজন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর সুষ্ঠু বিচার দাবি করছি। প্রয়োজনে কিশোর গ্যাং এর মূল হোতা বের করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে কারণ এই ধরনের সন্ত্রাসীরা একদিনে গজিয়ে ওঠেনি তাদের মূল উৎস বের করতে হবে এরা মাদকের সাথেও সম্পৃক্ত । তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে খুনি শান্ত দাস এর সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি নিহত পরিবারের পাশে থাকা এবং তাদের সহযোগিতার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন এবং আহত ফাহিমের সু-চিকিৎসার ব্যাপারেও তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি তাদের ন্যায্য বিচার পাওয়ার ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন।
উক্ত সময় এলাকার শান্তিপ্রিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীনের সহযোগিতা কামনা করছেন।

ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানি, মাহবুব ইমরান মাসুম, বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শরীফ উল্লাহ মজুমদার,যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, মোহাম্মদ সেলিম হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি রাকিব হোসেন। ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মোঃ শরীফ মৃধা সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, মোহাম্মদ আলী ১৩ নং ওয়ার্ডের সভাপতি আলী আক্কাস সেক্রেটারী খোরশেদ আলম , মোঃ ওমর ফারুকসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।