আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার, বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন

  • Update Time : ০২:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • / 37

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন, এই আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আজ বেলা ২টার দিকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। তিনি জানান, তাঁকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেছেন, আজ বিকেলেই এ বৈঠকটি হতে পারে।

শিক্ষার্থীদের আন্দোলনে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় ৬ জনের নিহত হওয়ার যে ঘটনা ঘটেছে তার সে ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে ৭ আগস্টের শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ করবেন বলে জানান আইনমন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media


আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার, বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন

Update Time : ০২:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন, এই আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আজ বেলা ২টার দিকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। তিনি জানান, তাঁকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেছেন, আজ বিকেলেই এ বৈঠকটি হতে পারে।

শিক্ষার্থীদের আন্দোলনে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় ৬ জনের নিহত হওয়ার যে ঘটনা ঘটেছে তার সে ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে ৭ আগস্টের শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ করবেন বলে জানান আইনমন্ত্রী।