আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন তোফাজ্জল হোসেন মিয়া
- Update Time : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / 34
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৫ জুলাই থেকে তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শুরু হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
এতে আরও বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
উল্লেখ্য, মো. তোফাজ্জল হোসেন মিয়া বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে কর্মরত।
২০২৩ সালের ৪ জুলাই নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলে মো. তোফাজ্জল হোসেন মিয়াকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৪ জুলাই।