সৌদি আরবে নির্যাতিত গৃহকর্মীকে ২৪ ঘন্টায় উদ্ধার করে দেশে ফেরত আনলো পুলিশ
- আপডেটের সময়: ০৩:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / 161
নিজস্ব প্রতিনিধি:
সৌদি আরবে প্রায় ২৬ দিন ধরে আটকে রেখে নির্যাতনের শিকার এক নারী গৃহকর্মীকে উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার( ১৯ মার্চ) পল্টন থানায় অভিযোগ করলে বিষয়টি আমলে নিয়ে ২৪ ঘন্টার ভিতরে ঐ নারীকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয় বাংলাদেশ পুলিশ।
জানা যায় চাঁদপুর জেলা শহরের এক দিনমজুর আব্দুল কুদ্দুসের মেয়ে (ছদ্মনাম) লবুনা আক্তার পল্টনের একটি এজেন্সির মাধ্যমে গত ২৬ দিন আগে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে জান। যাওয়ার পর থেকেই নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।
লুবনা আক্তার জানান, ২৬ দিনের ভিতর ৪ দিন এক রুমে শুধু বন্ধি করে রাখছে এক ফোঁটা পানিও তারা খেতে দেয় নাই। পরে অসুস্থ হয়ে গেলেও তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। ২৪ ঘন্টায় ২ ঘন্টা ঘুমাইতে দিত। এ বিষয় বাড়িতে জানানের পর তার পরিবার সেখান থেকে আনার চেষ্টা করলেও ২৬ দিনে ফেরত আনতে পারেন নি। পরবর্তীতে চাঁদপুর জেলার কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দিকে অবগত করলে তার আন্তরিক সহযোগিতায় পুলিশের মতিঝিল জোনের এসি গোলাম রুহানির মাধ্যমে এজেন্সির সাথে কথা বলে ২৪ ঘন্টার মধ্যেই গতকাল রাতে সৌদি আরব থেকে ঐ নারী কর্মীকে দেশে ফেরত আনা হয়।
এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং বাংলাদেশ পুলিশের মতিঝিল জোনের এসি গোলাম রুহানি কে ধন্যবাদ জানিয়েছেন চাঁদপুরের ভুক্তভোগী পরিবার।






























