ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

  • Update Time : ০৯:২৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / 152

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি-২০ শীর্ষ সম্মেলনের আগে বা পরে ঢাকা সফরের জোর সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। তবে দু’দেশের কূটনৈতিক চ্যানেলে ম্যাক্রোঁর সফরের প্রস্তুতি চললেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এদিকে তার সফরের আগে আগামী ৭-৮ সেপ্টেম্বর দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আজ বুধবার (৩০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সফর প্রসঙ্গে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। ইমানুয়েল ম্যাক্রোঁর সফর নিয়ে দুই দেশ কাজ করছে। সফরের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

ঢাকা ও প্যারিসের কূটনৈতিক সূত্র জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফর নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সেক্ষেত্রে তার সম্ভাব্য সফরসূচি ছিল ১১ সেপ্টেম্বর। তবে দিল্লি থেকে ঢাকায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার জি-২০’র সাইডলাইনে অনেক প্রোগ্রাম কাটছাট করতে হতে পারে। তাই সফরটি এগিয়ে দিল্লি যাওয়ার আগে অর্থাৎ সেপ্টেম্বর নির্ধারণ করতে চাইছে দুই দেশ। সেক্ষেত্রে সফরটি ৮ সেপ্টেম্বর হওয়ারও সম্ভাবনা রয়েছে।

ম্যাক্রোঁ ঢাকায় এলে দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

সূত্র জানায়, সফরটির তারিখ চূড়ান্ত না হলেও সূচি অনেকটা প্রস্তুত হয়েছে। ঢাকা সফরে ইমানুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার।

ফ্রান্সের প্রেসিডেন্ট সফরে এলে তার সঙ্গে রোহিঙ্গা, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ ও বাণিজ্য, অভিবাসনসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য অনেক বড় ইস্যু। এটি মোকাবিলায় তহবিল সংগ্রহের জন্য ম্যাক্রোঁকে আমরা বলেছি। তিনি এলে জলবায়ু পরিবর্তন বিষয়টি বড় করে তুলব।

এদিকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের সফরের আগেই আগামী ৭-৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বাংলাদেশের আগামী নির্বাচনের আগে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ম্যাক্রোঁ ও ল্যাভরভের সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ল্যাভরভের সফর প্রসঙ্গে জানান, সফরের প্রথম দিনেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। জোহানেসবার্গে ল্যাভরভের সঙ্গে তার বৈঠক হয়েছে বলেও জানান মন্ত্রী।

গত বছরের নভেম্বরে ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তার ঢাকা সফর বাতিল করে মস্কো। সের্গেই ল্যাভরভ বাংলাদেশে এলে এটিই হবে কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Update Time : ০৯:২৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি-২০ শীর্ষ সম্মেলনের আগে বা পরে ঢাকা সফরের জোর সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। তবে দু’দেশের কূটনৈতিক চ্যানেলে ম্যাক্রোঁর সফরের প্রস্তুতি চললেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এদিকে তার সফরের আগে আগামী ৭-৮ সেপ্টেম্বর দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আজ বুধবার (৩০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সফর প্রসঙ্গে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। ইমানুয়েল ম্যাক্রোঁর সফর নিয়ে দুই দেশ কাজ করছে। সফরের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

ঢাকা ও প্যারিসের কূটনৈতিক সূত্র জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফর নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সেক্ষেত্রে তার সম্ভাব্য সফরসূচি ছিল ১১ সেপ্টেম্বর। তবে দিল্লি থেকে ঢাকায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার জি-২০’র সাইডলাইনে অনেক প্রোগ্রাম কাটছাট করতে হতে পারে। তাই সফরটি এগিয়ে দিল্লি যাওয়ার আগে অর্থাৎ সেপ্টেম্বর নির্ধারণ করতে চাইছে দুই দেশ। সেক্ষেত্রে সফরটি ৮ সেপ্টেম্বর হওয়ারও সম্ভাবনা রয়েছে।

ম্যাক্রোঁ ঢাকায় এলে দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

সূত্র জানায়, সফরটির তারিখ চূড়ান্ত না হলেও সূচি অনেকটা প্রস্তুত হয়েছে। ঢাকা সফরে ইমানুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার।

ফ্রান্সের প্রেসিডেন্ট সফরে এলে তার সঙ্গে রোহিঙ্গা, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ ও বাণিজ্য, অভিবাসনসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য অনেক বড় ইস্যু। এটি মোকাবিলায় তহবিল সংগ্রহের জন্য ম্যাক্রোঁকে আমরা বলেছি। তিনি এলে জলবায়ু পরিবর্তন বিষয়টি বড় করে তুলব।

এদিকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের সফরের আগেই আগামী ৭-৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বাংলাদেশের আগামী নির্বাচনের আগে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ম্যাক্রোঁ ও ল্যাভরভের সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ল্যাভরভের সফর প্রসঙ্গে জানান, সফরের প্রথম দিনেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। জোহানেসবার্গে ল্যাভরভের সঙ্গে তার বৈঠক হয়েছে বলেও জানান মন্ত্রী।

গত বছরের নভেম্বরে ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তার ঢাকা সফর বাতিল করে মস্কো। সের্গেই ল্যাভরভ বাংলাদেশে এলে এটিই হবে কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।