৬ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, ছড়িয়ে পড়েছে আশেপাশের ভবনে
- Update Time : ০১:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / 155
নিজস্ব প্রতিবেদকঃ
ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন। ছড়িয়ে পড়েছে আশেপাশের বেশকটি ভবন ও মার্কেটে। নিয়ন্ত্রণে কাজ করছেন সবগুলো বাহিনীর সদস্যরা। আশপাশের সব রাস্তায় বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল।
আগুন জ্বলছে বঙ্গবাজারের চারটি মার্কেটেই। যেখানে রয়েছে তিন হাজারের বেশি দোকান। সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার পর একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। যোগ দেন সেনা, নৌ ও হেলিকপ্টারসহ বিমানবাহিনীর সাহায্যকারী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সব দোকানে নানা ধরনের কাপড় থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। সকালে মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকানের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করলেও সর্বশান্ত হয়েছেন প্রায় সবাই।
বঙ্গবাজারের আশপাশে সব রাস্তায় যান চলাচল এবং বৈদ্যুতিক লাইনগুলো বন্ধ রাখা হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে পাশের এনেক্স মার্কেটে এবং পরে পুলিশ সদরদপ্তরের পাশের মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে আগুন নেভাতে পানির সংকট তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর ও হাতিরঝিল থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।