ভবনের পিলার ক্ষতিগ্রস্ত, ভেতরে ঢুকতে পারছেন না উদ্ধারকারীরা

  • Update Time : ১০:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / 130

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিক বাজারে বিস্ফোরণে সাত তলা ভবনটির পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য এখন ভবনের নিচে (আন্ডারগ্রাউন্ড) বা অন্য কোনো ফ্লোরের ভেতরে যেতে পারছেন না উদ্ধারকারীরা। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উপায় বের করে ভেতরে তল্লাশি চালানো হবে।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারীও রয়েছেন। আহত হয়েছেন শতাধিক লোক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রি. জে. মাইন উদ্দিন বলেন, বিস্ফোরণে ভবনের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভেতরে ঢোকা যাচ্ছে না। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটা কিছুটা স্ট্যাবল করে ভেতরে তল্লাশি চালানো হবে। ভবনের আন্ডারগ্রাউন্ড অন্যান্য ফ্লোরে কেউ আটকে আছে কি না, সেজন্য অনুসন্ধান চালানো হবে।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ভবনে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ভবনের নিচে কোনো গ্যাসের লাইনও ছিল। পানির ট্যাংক ছিল। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা সুনিশ্চিত করা যাচ্ছে না।

উদ্ধার তৎপরতাই এখন মূল কাজ উল্লেখ করে তিনি বলেন, আমাদের ফার্স্ট প্রায়োরিটি উদ্ধার তৎপরতা। উদ্ধারকাজ শেষ হলে বিস্ফোরণের কারণ নির্ণয়সহ অন্যান্য বিষয়ে কাজ শুরু হবে।

রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। এ দুর্ঘটনায় বিস্ফোরক দ্রব্যের ব্যবহার হয়েছে কি না, তারা তা পরীক্ষা-নিরীক্ষা করবে বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ভবনের পিলার ক্ষতিগ্রস্ত, ভেতরে ঢুকতে পারছেন না উদ্ধারকারীরা

Update Time : ১০:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিক বাজারে বিস্ফোরণে সাত তলা ভবনটির পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য এখন ভবনের নিচে (আন্ডারগ্রাউন্ড) বা অন্য কোনো ফ্লোরের ভেতরে যেতে পারছেন না উদ্ধারকারীরা। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উপায় বের করে ভেতরে তল্লাশি চালানো হবে।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারীও রয়েছেন। আহত হয়েছেন শতাধিক লোক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রি. জে. মাইন উদ্দিন বলেন, বিস্ফোরণে ভবনের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভেতরে ঢোকা যাচ্ছে না। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটা কিছুটা স্ট্যাবল করে ভেতরে তল্লাশি চালানো হবে। ভবনের আন্ডারগ্রাউন্ড অন্যান্য ফ্লোরে কেউ আটকে আছে কি না, সেজন্য অনুসন্ধান চালানো হবে।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ভবনে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ভবনের নিচে কোনো গ্যাসের লাইনও ছিল। পানির ট্যাংক ছিল। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা সুনিশ্চিত করা যাচ্ছে না।

উদ্ধার তৎপরতাই এখন মূল কাজ উল্লেখ করে তিনি বলেন, আমাদের ফার্স্ট প্রায়োরিটি উদ্ধার তৎপরতা। উদ্ধারকাজ শেষ হলে বিস্ফোরণের কারণ নির্ণয়সহ অন্যান্য বিষয়ে কাজ শুরু হবে।

রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। এ দুর্ঘটনায় বিস্ফোরক দ্রব্যের ব্যবহার হয়েছে কি না, তারা তা পরীক্ষা-নিরীক্ষা করবে বলে জানা গেছে।