দেশে স্বর্ণের দামে রেকর্ড

  • Update Time : ১১:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / 154

নিজস্ব প্রতিবেদকঃ 

দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম নির্ধারিত হয়েছে স্বর্ণের। এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩৩ টাকা। এতে ২২ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণের দাম ৯০ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে।

শনিবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বিশ্ববাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দর সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়। ফলে, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা বেড়ে বিক্রি হবে ৮৬ হাজার ৬০৫ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণে ১ হাজার ৯২৫ টাকা বেড়ে বিক্রি হবে ৭৪ হাজার ২৪১ টাকায়।

এর আগে ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি ৭ তারিখ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৮ হাজার ৪১৩ টাকায়।

গত বছরের ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৪ হাজার ৫৬৪ টাকায়। এরপর কিছুটা কমে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৩ হাজার ২৮১ টাকায়। একই মাসের ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮২ হাজার ৩৪৮ টাকায়।

এর আগে গত ২৭ থেকে ২৪ অক্টোবর প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮১ হাজার ২৯৮ টাকা দরে। এ ছাড়া ২৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয় ৮০ হাজার ১৩২ টাকায়। এরপর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে শুরু করে।

গত ১৩ থেকে ১৭ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩২ টাকা বেড়ে বিক্রি হয় ৮২ হাজার ৪৬৪ টাকায়। তারপর ১৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৪ হাজার ২১৪ টাকা দরে।

এ ছাড়া ৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসম্বের ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৭ হাজার ২৪৭ টাকায়। সর্বশেষ ৩০ ডিসেম্বর থেকে দেশের বাজারে প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে দাঁড়ায় ৮৮ হাজার ৪১৩ টাকা দরে।

নতুন ঘোষণায় দাম বেড়েছে রূপার। ভরিতে ১৯৯ টাকা বেড়ে ২২ ক্যারেট প্রতিভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা নির্ধাারিত হয়েছে।একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতিভরি রূপার দাম বেড়েছে ১৯৭ টাকা। এতে ২১ ক্যারেটের প্রতিভরি রূপা বাজারে বিক্রি হবে ১ হাজার ৬৩২ টাকা দরে। এ ছাড়া ১৮ ক্যারেট প্রতিভরি রূপায় বেড়েছে ১৭৫ টাকা। ফলে ১৮ ক্যারেটের প্রতিভরি রূপা বিক্রি হবে ১ হাজার ৪০০ টাকায়।

Tag :

Please Share This Post in Your Social Media


দেশে স্বর্ণের দামে রেকর্ড

Update Time : ১১:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ 

দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম নির্ধারিত হয়েছে স্বর্ণের। এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩৩ টাকা। এতে ২২ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণের দাম ৯০ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে।

শনিবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বিশ্ববাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দর সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়। ফলে, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা বেড়ে বিক্রি হবে ৮৬ হাজার ৬০৫ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণে ১ হাজার ৯২৫ টাকা বেড়ে বিক্রি হবে ৭৪ হাজার ২৪১ টাকায়।

এর আগে ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি ৭ তারিখ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৮ হাজার ৪১৩ টাকায়।

গত বছরের ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৪ হাজার ৫৬৪ টাকায়। এরপর কিছুটা কমে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৩ হাজার ২৮১ টাকায়। একই মাসের ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮২ হাজার ৩৪৮ টাকায়।

এর আগে গত ২৭ থেকে ২৪ অক্টোবর প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮১ হাজার ২৯৮ টাকা দরে। এ ছাড়া ২৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয় ৮০ হাজার ১৩২ টাকায়। এরপর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে শুরু করে।

গত ১৩ থেকে ১৭ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩২ টাকা বেড়ে বিক্রি হয় ৮২ হাজার ৪৬৪ টাকায়। তারপর ১৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৪ হাজার ২১৪ টাকা দরে।

এ ছাড়া ৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসম্বের ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় ৮৭ হাজার ২৪৭ টাকায়। সর্বশেষ ৩০ ডিসেম্বর থেকে দেশের বাজারে প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে দাঁড়ায় ৮৮ হাজার ৪১৩ টাকা দরে।

নতুন ঘোষণায় দাম বেড়েছে রূপার। ভরিতে ১৯৯ টাকা বেড়ে ২২ ক্যারেট প্রতিভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা নির্ধাারিত হয়েছে।একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতিভরি রূপার দাম বেড়েছে ১৯৭ টাকা। এতে ২১ ক্যারেটের প্রতিভরি রূপা বাজারে বিক্রি হবে ১ হাজার ৬৩২ টাকা দরে। এ ছাড়া ১৮ ক্যারেট প্রতিভরি রূপায় বেড়েছে ১৭৫ টাকা। ফলে ১৮ ক্যারেটের প্রতিভরি রূপা বিক্রি হবে ১ হাজার ৪০০ টাকায়।