ডিএসইর নতুন প্লাটফর্ম এটিবির‍ যাত্রা শুরু

  • Update Time : ০২:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / 182

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে অলটারনেটিভ ট্রেডিং বোর্ড-এটিবি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এক অনুষ্ঠানে অলটারনেটিভ ট্রেডিং বোর্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, এক্সিট ব্যবস্থা না থাকায় এতদিন অনেকেই বিনিয়োগ করতে চায়নি। এটিবির মাধ্যমে বিনিয়োগকারী সহজে যেমন বিনিয়োগ করতে পারবে, তেমনি বিনিয়োগ তুলে নিতে পারবে। এটিবির মতো প্লাটফর্ম আরও ৩০ বছর আগে হওয়ার দরকার ছিলো বলে মন্তব্য করেন।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালক মাহবুবুল আনম ও প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী।

এছাড়া ডিএসইর ডিজিএম শফিকুল ইসলাম ভুঁইয়া ও লংকাবাংলার সিকিউরিটিজের এমডি নাছির উদ্দিন চৌধুরী, ডিএসইর ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের এবং প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।

সকাল ১০ টায় ডিএসইর এটিবি প্লাটফর্মে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার ও প্রাণ এগ্রো লিমিটেডের গ্রিন বন্ডের লেনদেন শুরু হয়।

লংকাবাংলার সিকিউরিটিজের মালিকানার ৯২ দশমিক ৪১ শতাংশ রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স হাতে। বাকি অংশের মধ্যে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের মালিকানা হাতে রয়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ শেয়ার। ২০২১ সালের ডিসেম্বর শেষে ব্রোকারেজ হাউসটির ১০ টাকা শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২০ টাকা ১ পয়সা।

এছাড়া প্রাণ এগ্রো লিমিটেডের গ্রিন বন্ডটির আকার ২১০ কোটি টাকা। ৭ বছর মেয়াদি অরূপান্তরযোগ্য এ বন্ডটির শতভাগ ২০২১ সালের মে মাসে কিনে নেয় মেটলাইফ বাংলাদেশ।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের ২৯ আগস্ট এ সংক্রান্ত আইন ঢাকা স্টক এক্সচেঞ্জ (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) রেগুলেশন, ২০২২ অনুমোদন দেয় এবং তা পরের মাসে গেজেট আকারে প্রকাশ করে ডিএসই।

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন যে কোনো কোম্পানি তার শেয়ার, বন্ড, ডেট সিকিউরিটিজ, বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড এবং অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ইউনিট স্বল্প খরচে কেনাবেচা করতে পারবে। তুলনামূলক কম শর্তে মাত্র ১০ হাজার টাকা ফি দিয়ে এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে নিবন্ধিত কোম্পানি।

Tag :

Please Share This Post in Your Social Media


ডিএসইর নতুন প্লাটফর্ম এটিবির‍ যাত্রা শুরু

Update Time : ০২:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে অলটারনেটিভ ট্রেডিং বোর্ড-এটিবি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এক অনুষ্ঠানে অলটারনেটিভ ট্রেডিং বোর্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, এক্সিট ব্যবস্থা না থাকায় এতদিন অনেকেই বিনিয়োগ করতে চায়নি। এটিবির মাধ্যমে বিনিয়োগকারী সহজে যেমন বিনিয়োগ করতে পারবে, তেমনি বিনিয়োগ তুলে নিতে পারবে। এটিবির মতো প্লাটফর্ম আরও ৩০ বছর আগে হওয়ার দরকার ছিলো বলে মন্তব্য করেন।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালক মাহবুবুল আনম ও প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী।

এছাড়া ডিএসইর ডিজিএম শফিকুল ইসলাম ভুঁইয়া ও লংকাবাংলার সিকিউরিটিজের এমডি নাছির উদ্দিন চৌধুরী, ডিএসইর ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের এবং প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।

সকাল ১০ টায় ডিএসইর এটিবি প্লাটফর্মে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার ও প্রাণ এগ্রো লিমিটেডের গ্রিন বন্ডের লেনদেন শুরু হয়।

লংকাবাংলার সিকিউরিটিজের মালিকানার ৯২ দশমিক ৪১ শতাংশ রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স হাতে। বাকি অংশের মধ্যে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের মালিকানা হাতে রয়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ শেয়ার। ২০২১ সালের ডিসেম্বর শেষে ব্রোকারেজ হাউসটির ১০ টাকা শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২০ টাকা ১ পয়সা।

এছাড়া প্রাণ এগ্রো লিমিটেডের গ্রিন বন্ডটির আকার ২১০ কোটি টাকা। ৭ বছর মেয়াদি অরূপান্তরযোগ্য এ বন্ডটির শতভাগ ২০২১ সালের মে মাসে কিনে নেয় মেটলাইফ বাংলাদেশ।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের ২৯ আগস্ট এ সংক্রান্ত আইন ঢাকা স্টক এক্সচেঞ্জ (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) রেগুলেশন, ২০২২ অনুমোদন দেয় এবং তা পরের মাসে গেজেট আকারে প্রকাশ করে ডিএসই।

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন যে কোনো কোম্পানি তার শেয়ার, বন্ড, ডেট সিকিউরিটিজ, বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড এবং অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ইউনিট স্বল্প খরচে কেনাবেচা করতে পারবে। তুলনামূলক কম শর্তে মাত্র ১০ হাজার টাকা ফি দিয়ে এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে নিবন্ধিত কোম্পানি।