৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- Update Time : ০৭:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / 234
নিজস্ব প্রতিবেদকঃ
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।’
মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “মঙ্গলবার বিকেলের মধ্যে ৭০ শতাংশ এবং বুধবার মধ্যে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় চলে আসবে।”
তিনি বলেন, “সিত্রাংয়ের আঘাতে উপকূলীয় এলাকায় বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রান্সমিশনে নয়, আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক খুঁটি ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।”
বেশ ক্ষতি হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অনেক সাব স্টেশনে পানি উঠেছে। টাকার হিসাবটা আরও পরে জানানো হবে।”
হাসপাতালসহ জরুরি সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে বলে জানান তিনি।
Tag :