পথচারীদের ছুরি দেখিয়ে টাকা-মোবাইল ছিনতাই, গ্রেফতার ৫
- Update Time : ০১:০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / 245
নিজস্ব প্রতিবেদক:
পথচারীদের ছুরি দেখিয়ে রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন মো. আল আমিন (২৪), মো. শামীম সরকার (২৮), মো. কামাল (৩৬), মো. মোহন (৩২) ও মো. আকাশ (১৯)।
মঙ্গলবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (৮ আগস্ট) র্যাব-১০ এর একটি দল শাহবাগ থানাধীন ফনিক্স রোড এলাকায় অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় আল আমিন ও শামীমকে। তাদের কাছে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু ও দুটি মোবাইল পাওয়া যায়।
অন্যদিকে যাত্রাবাড়ীতে দুটি পৃথক অভিযান চালায় র্যাব। এ অভিযানে কামাল, মোহন ও আকাশকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি ছুরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকায় পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা হয়েছে।