৭২ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হননি কোনো ডেঙ্গুরোগী
- Update Time : ০৭:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / 243
নিজস্ব প্রতিবেদক:
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ ৭২ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গুরোগীর সংখ্যা তিনজন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে একজন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন ভর্তি আছেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ১৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন।
এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে মোট ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। আর আক্রান্তদের মধ্যে মারা যান ১০৫ জন।
Tag :
ডেঙ্গু