বারাক ওবামার পর ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড. ইউনূস
- Update Time : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / 181
নিজস্ব প্রতিবেদকঃ
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবার জাতিসংঘ ফাউন্ডেশনের এ বছরের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। একই সাথে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওয়েইলাও এ পুরস্কার পান। ইউনূস সেন্টারের পাঠানো তথ্য বিবৃতিতে এমনটাই দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ড. মুহাম্মদ ইউনূসকে এ পুরস্কার দেওয়া হয়েছে। জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন। এ অনুষ্ঠানের জন্য ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
এর মূল বিষয়বস্তু ছিল তাঁর ‘তিন শূন্যর পৃথিবী’ ও তা সৃষ্টির প্রচারাভিযান।
বিশ্বজুড়ে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতিসংঘের লক্ষ্যগুলো ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
ড. মুহাম্মদ ইউনূসের আগে এ পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, বান কি মুন, আর্চবিশপ ডেসমন্ড টুটু, হলিউডের অভিনেত্রী ও জাতিসংঘের শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি প্রমুখ।